শূন্য হতে ,শূন্য থেকে
চলেছি শূন্যে —
ভবিষ্যৎ খুঁজে বেড়াই
এপার ওপার —
বিশ্ব সাগরমাঝে ।
জানা আজানার পথিক
হাতড়ে বেড়াই, ঠাই পেতে
থাকবো —-,না না যেতে হবে
কোথায় ?—-
অদূর প্রান্তরে —
যেথায়, চলেছে সবাই
কিসের খোঁজে পেছন পেছন –
চলছে না শরীর
বৃদ্ধ আমি,
যেতে হবে তবুও ।
একটু পরেই পৌঁছব যে,
আমি মৃত্যু ।

Print Friendly, PDF & Email
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments