বীর সন্ন্যাসী বিবেকানন্দ
তোমাকে নমস্কার–
স্মরণীয় তব জীবনাদর্শ
ধন্য পুরুষকার।
নবযৌবনের নবীন দূতী
পরমহংসের শিষ্য,
তোমার প্রতিমা মনোমন্দিরে
পূজা করে আজও বিশ্ব।
মহামানবের মিলনক্ষেত্রে
দেবদূত ছিলে তুমি,
তোমার চরণ পরশে পূত
মোদের ভারতভূমি।
অন্তর্যামী হে শুদ্ধ চিত্ত
ত্যাগের পরম ভূষণ,
নরনারায়ণ মন্ত্রের মাঝে
করেছ বিশ্ব শাসন।
মানবমুক্তি ও সেবাব্রতের
পরিব্রাজক দিশারী,
তোমার আশীষে যেন সত্যই
উন্নত হতে পারি।
সমগ্র এই মানবজাতিই
একই আত্মার পথিক,
এই শিক্ষাই দিয়ে গেলে তুমি
সন্ন্যাসী নির্ভীক।
বিশ্বকে তব অমৃত বাণী
দেখায় নবীন দিশা,
জীব সেবা মাঝে ঈশ্বর সেবা
মানুষকে ভালবাসা।
মানুষ গড়ার কারিগর তুমি
স্বামীজি মহৎপ্রাণ,
তোমার তুলনা তুমিই কেবল
আলোকের উথ্থান।
আজ এই মহা পুণ্য তিথিতে
সংসারত্যাগী যোদ্ধা,
ধরার মাঝে তুমি ত’ অধরা,
জানাই তোমায় শ্রদ্ধা।
কিন্তু আমরা বিস্মৃত আজি
স্বামিজীর বাণী শিক্ষা,
তাইতো দাঁড়ায়ে পশ্চিমী–দ্বারে
মাগি লজ্জার ভিক্ষা।
ভারতকে যদি জানতেই হয়
পড়গো বিবেকানন্দ,
যাঁর হৃদি মাঝে সত্যের বাস
বিশ্বাস নয় অন্ধ।
জাগো তন্দ্রালু দেশবাসী মোর,
দাও যোগ্যের সম্মান,
ভেদাভেদ ভুলে একসাথে গাও
সাম্যের জয়গান।