মনের জানলা খুলে

মধুময় প্রেমের আবেশে

সাত রঙা প্রজাপতি

ধরা দেয় রামধনু বেশে

নীল প্রেম বাতি জ্বলে ওঠে

সোহাগী গোলাপের সুবাসে

মৌমাছি ফেরি করে – মৌ চাই, মৌ চাই

মধু honeymoon চন্দ্রিমা ক্ষণে

La lune de miel (লা ল্যুন দ্য মিয়েল)

কোত দাজুর এর দেশে (Côte d’Azur)

La luna de miel (লা লুনা দে মিয়েল)

এন এস্পানিওল।

দেশ কাল ব্যতিরেকে

চাঁদ আর মধু মেখে

Chocolate blast,

Moon-honey রসায়নে

প্রেমের বিস্ফোরণ।

Lune moon, luna চাঁদ

Miel টা honey,

বাংলা, ইংলিশ

ফরাসী বা স্প্যানিশে

যে নামেই ডাকো তারে

হৃদয়ের তানপুরা

বেজে ওঠে এক সুরে

Te amo, te amo, te amo

(তে আমো, তে আমো, তে আমো)

অনুভুতি একটাই

ভালবাসি তোমায়,

ভালবাসা, amor (আমর),

love, amour (আমুর)

beso (বেসো), baiser (বেসে), চুম্বন

abrazo (আব্রাজো), আলিঙ্গন

galocher (গালোশে), ফরাসী চুম্বন

সব মিলে মিশে একাকার,

ধরা দেয় দুটি হৃদয়ের সেতু হয়ে

ভালবাসা ডট কম।

প্রেমরাগ নোটেশানে

সপ্ত সুরের প্রেমতরঙ্গে

দুটি হৃদয়ের কোলাহল

Tu es ma joie de vivre

(ত্যু এ মা জোয়া দ্য ভিভ্র্)

তুমিই তো আমার বেঁচে থাকার আনন্দ

এক আকাশ ভালবাসা শুধু তোমার জন্য

I love you very much

Je t’aime beaucoup (জ্য তেম বোকুঁ)

Te amo mucho (তে আমো মুচো),

Un abrazo fuerte con un beso

(উন আব্রাজো ফুয়েরতে কন উন বেসো)

উষ্ণ আলিঙ্গনে এক থোকা চুম্বন।

~ মধুচন্দ্রিমা ক্ষণে ~

Print Friendly, PDF & Email
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments