সুপরিচিত এই শূণ্য বলি
কালের নিয়মে শিশুর মত
সবুজ পত্রে দাগ এর ছাপ- ওই
বৈকাল হতে অসাড় হত।
নদীর বাঁধে চিড় ধরিল
নৌকা, ভেলা আসিল তীরে
কোথায় যাহি ভাঙিয়া তফাত
আসিব কেবল তোমায় ফিরে।
একলা ছায়ায় হাজার প্রশ্ন
কোমল রবির সোনালী কথা
মাটির ফাঁটল জুড়িতে চায়
ওই দূরের অভয়া চাহিল তথা।
রাঙানোর ভাষা আবার জাগে
মোহের বাতাস বহিতে চায়
শরীরের ত্বকে ফুলকি ছেটে
বৈকাল আবার আসিয়া যায়।