আজ আকাশের চাঁদ মারা গেছে,
হিংসুটে এক ঝড়ের দাপটে।
হেমন্তের রাতগোলাপের করুন চাহনি
ঐ কালো অন্ধকারের কঙ্কালটার দিকে চেয়ে
কালচে হয়ে যায়।
আকাশের মাখন শরীরে ভোরের রক্তের ছিটে
আর মৃত রজনীগন্ধার আর্তনাদ
শুনেছিলে না কাল? তোমার ঐ না শোনা কান দিয়ে।
আমি দেখেছি আজ, শিশিরে ভেজা জোনাকির আলোয় গোলাপের পাপড়িতে নখের আঁচড়,
কুয়াশার আঁচলে ঢাকা রাতের নগ্ন রূপ।
হাসছো তুমি হাসছো? দ্যাখো ঐ জীর্ণ তারার আলো
আজও পৃথিবীর বুক চুম্বন করে
সীমান্তের দিগন্ত রেখায়।
মনে রেখো, আমি থাকবো। উড়ে যাবে
বিষাক্ত মনটা পৃথিবী ছেড়ে বহুদূরে
মাধ্যাকর্ষণ শক্তির বাইরে।
বিষাক্ত রাত
Subscribe
Login
0 Comments
Oldest