কিছু পরিচিত পথ হইতে,
সরিয়া যাইতে হইবে মোরে।
নতুবা ভ্রান্ত হইবে পথিক,
চলিতে গিয়া পথে
সংঘাতে আমার সহিত।
নিরবিচ্ছিন্ন আঁধারে রচিত হইবে স্বপ্ন,
দিবালোকের ভ্রান্তি তা ফিরিয়া লইয়া হইবে ক্ষান্ত।
ক্লান্ত অনুরাগে বহিয়া যাইবে মোর অভিমানের সুর,
যে সুরে একদিন বাঁধিয়াছিল পথিক
নূতন ছন্দে আগমনীর সুর।
অন্তিম যাত্রাপথে মোর
থাকিবে না বাঁচিয়া কিছু,
ফিরিয়া দিয়াছি সব
যা দিয়া করিয়াছিলাম শুরু।
ক্ষমা কর মোরে
পারিলাম না দিতে আর,
নিয়তির টানে ফিরিয়া যাইতে হইবে আজ।
থেকো তোমরা;
আর থাকিবে শুধু মোর
তোমাদের বৃন্তে রচিত ভালোবাসা।