মন বাউলে কারে খোঁজে
একাকিত্বের নেশার ঘোরে
এক তারা মন কেঁদে ওঠে
টেরা কোটা ওই বুকের খাঁজে
ধুলায় মরম পথের সাথে
ডুবকি তালে ভবঘুরে
ভাবের ভাষা স্বপ্ন বাঁধে
ব্যাকুল হৃদয় গানের সুরে
দোতারা কে বাজায় প্রাণে
দূর দিগন্ত ওই রাঙা পথে
মন বাউল-এ কারে খোঁজে
ওই লাল পাহাড়ির দেশে ।