পৃথিবীটা বদ্ধ এক মায়ার জালে,
আমি বদ্ধ প্রাক্তনের প্রেমে।
দিনটা যায় বেশ,রাতটা করে দেয় নিঃশেষ।
মায়ার টানে ফিরে সবাই রাতের অন্ধকারে,
আমি সেই অন্ধকারে হারায় নিজেকে।
মুখটা তখন চিরচেনা হয়ে উঠে তাঁর,
মুহূর্তেই হারিয়ে যায় কোন এক অবাঞ্চিত কারনে।
আজও আমি ভালোবাসি তাহাকে,
সামনে এসে হাজির হলে বলবো আমি তাহাকে,
তোমাকে আমি নাহি চায়,
বেশ তো আছি ফেলা রাখা স্মৃতিগুলো নিয়ে।
হঠাৎ ঝড়ে জীবন ভাঙ্গে,রয়ে যায় স্মৃতি।
তাই তো প্রাক্তন আজ বড্ড আপন,তবুও যেন পর।
পর ই আজ আপন,আপন ই আজ পর।
পৃথিবীটা বদ্ধ এক মায়ার জালে,
আমি বদ্ধ প্রাক্তনের প্রেমে।