তোমরা কি জান প্রেম কাকে বলে?

নিশ্চয়ই জানো,তবে জানি জানো অন্য ভাবে
তোমরা জানো প্রেম মানে তাই
যেটুকু জানে অন্য সবাই
এর বাইরে প্রেমের জগত সবার অজানা
মেঘের আড়ালেই সূর্য লুকিয়ে কেউতো বোঝেনা
প্রেম নিয়ে কত তর্ক চলে
ভাবসম্প্রসারনতো সবাই বলে
আমিতো কিছুই বুঝিনা যে হায়
লম্বা ভাবে,ভাবার্থ তার ঢাকা পড়ে যায়
তবু কিছু ভাব বেরিয়ে আসে
সূর্য যেমন মেঘে ঢাকা আকাশে
তবুও যেমন আলোকিত হয় জগতচরাচর
তোমাদের জানা প্রেমে তেমনি প্রেমের আলোছায়া
প্রেম যে সেখানে এখনও অগোচর
কি তবে প্রেম,প্রেমের আলোক
ভাবছ আমি কেমন পাগল লোক
হঠাত করে দিচ্ছি তোমায় প্রেমের কিছু পাঠ
তোমরা বলো প্রেম নারী পুরুষ
পাশাপাশি বসে গল্প কথা
হেসে কেঁদে কভু ভাগ করে নেওয়া
কখনো সুখ দুঃখ ব্যথা
কখনো তাকে জড়িয়ে ধরা গভীর ভাবাবেগে
কখনো চোখের জল মোছানো
কখনো সখনো নিজেই কাঁদা
তোমাদের জানা এই প্রেম যে বিচিত্র এক গোলক ধাঁদা
ভেবে দেখো এই প্রেম পরিণতি পায়
কখনো বিরহ,কখনো হতাশায়
কখনো সীমিত কিছু হাসিমুখের বিনিময়ে
সমস্ত জীবনের হাসি কোন অজানায় হারিয়ে যায়
ভাবছ আমি কি বলতে চাই
প্রেম বলে কি তবে সত্যি কিছু নাই
আছে গো আছে বলব আজিকে
সামান্য দুটি কথা
প্রেম যে কখনো দুঃখ নয়,দেয়না সে কখনো ব্যথা
আমরা বুঝিনা প্রেম কি তাই
চোখ বেঁধে শুধু ভুল করে যাই
হেঁটে যাই ভুল পথে তাইগো সারাজীবন
জীবনও তাই প্রেমহীন হয় আর প্রেমহীন হয় মরণ
ভেবে দেখো প্রেম কতদিনের
সমস্ত জুটি অপেক্ষা করে চরমঅন্তিমের
মরণ আসে একদিন আর কেড়ে নিয়ে যায় প্রেম
অন্যজন চিরবিরহে,এমন কত দেখলেম
তোমরা বল প্রেম তো মনের
বিজ্ঞান বলে প্রেম হরমোনের
হরমোন ছাড়া প্রেম তো নাকি অলীক স্বপ্নকল্পনা
আমার কথা সবই সত্যি একটুকুতো গল্প নয়
শুনছো ও ভাই শুনছো সবাই
এবার বলি প্রেম তবে কি
নশ্বর দেহ জীবনখানি,তাকে আবার প্রেম বলে নাকি?
আমাদের প্রেম কামনার মুখোশ
মুখোশটা যদি খুলে ফেলো ভাই
দেখবে শুধু নির্লজ্জতাই
তাকেই আমরা দিয়ে দিয়েছি পবিত্র প্রেমের নাম
যে ভাবেতে শুধুই আছে আত্মগোপন কাম
সত্যি কারের চাও যদি প্রেম
মুখোশটা তবে ছিঁড়ে ফেলো
আঁধার ভুলে আলোকের মাঝে
এবার তুমি দুচোখ মেলো
কাম যে তখন লজ্জা পাবে আলোর আঙিনায়
তোমায় ছেড়ে চলে যাবে অন্য ঠিকানায়
ঠিক তখনই জ্বলবে আলো দেখবে আসল প্রেম
সেই প্রেমেতে প্রার্থনা হয়
দুজন মিলে এক হয়ে যায়
পূর্ণতা পায় প্রান।
এই প্রেমেতে তোমার মনের নেই তো কোন কাজ।
প্রেমালোকের অঝোর ধারায় হারিয়ে যে যায় সেও
সত্যিকারের প্রেমে বন্ধু লাগেনা নশ্বর দেহ।।

~ প্রেম কে জান  ~

Print Friendly, PDF & Email
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments