মারবে তুমি কত আর ভাঙবে বিশ্বাস কতবার হাঁপাবে তো কখনো না কখনো তুমি চেনা চিৎকার শোনা হয়ে যাচ্ছে অভ্যাস প্রতিদিনের প্রতি মুহূর্তে ভরা বিদ্বেষ ভাঙা উনুনের সামনে পড়ে স্বপ্নের লাশ দেখেছো বাধ্যতা এখন দেখছো আক্রোশ নীরবে শুনবে হুঙ্কার, হবেনা কোন আপোষ।
নেই প্রেম তুমি খালি চিনেছো ঘেন্না
প্রতিদানে দিয়েছো খিদে ও কান্না
সবচেয়ে বেশি মতের আকাল
দুঃখের মধ্যে পোষা রাগে জ্বলছে মশাল
আমাদের আলো জ্বলতে যদি পোড়ে তোমার অট্টালিকা
পুড়ুক, মুক্ত হোক গণআত্মা।
রাজার গর্ব, প্রজার লজ্জা এই দেশ
কণ্ঠ ছাড়লে জানি হতে পারি শেষ
তাগ করো বন্দুক, ট্যাঙ্ক, বা যুদ্ধ বিমান
তবুও মরবে না এই ক্রোধ
থামবে না চাওয়া প্রতিশোধ
অস্তিত্ব থাকবে তোমার শুধু বইয়ের পাতায়
যদি বল হতে পারতাম তোমাদের সহচর
পারতাম না, তোমাদের চেয়ে বেশি আমার অহংকার।।