সহস্রাব্দের গল্পের
অলিখিত পটভূমিতে
কিছু মুহুর্ত রূপ নেয়
পরিশীলিত উপন্যাসে,
চার দেয়ালের মাঝে
স্বপ্নগুলোর বিস্মৃতি ঘটে
প্রগাঢ় অনাকাঙিক্ষত
ভাঙনের পরিহাসে।
জোছনার আগে কিছু
জমাট বাধা মৌনতা
নিঝুম ঘোরে ভর করে
হাসনাহেনার মনে,
নির্ঘুম নিশির নিবিড়ে
কল্প নগরীর শুকনো পাতা
অযতনে হারিয়ে যায়
প্রচ্ছায়ার বনে।
ধূলো জমা কলংকে
ভুলে যাওয়া আতঙ্কে
নিত্যদিন থাকে মলিন
অযাচিৎ স্মৃতির বসন,
অচিন্ত্য রূঢ় সংসার
নিয়ে বয়ে চলা জীবনে
নীতির বিবর্ণ কথাগুলো
কোন দিন থাকে না স্মরণ।
অন্ধ বিভীষিকা জাগে
প্রলয়ে অঙ্কিত করে
অশুদ্ধ মেদিনী পুরের
শান্তি বিতান।
অনুরণন যজ্ঞ শেষে
নভঃ মুখর করে
কোটি বিবেকের
বিরহী ঐকতান।
অমূল্য জীবনের
অপরিসীম পরিসরকে
নীলময় সোপর্দ করা
প্রেমের অন্তরীণে।
যেখানে থুবড়ে পড়ে
প্রিয় কিছু অনুনয়,
আর সহানুভূতি
হারায় অন্তহীনে।