চলে এস সবে

দেখবো নীরবে

মথিত হচ্ছে পৃথিবী আজ;

কি জানি আর কবে

দেখা যাবে এই

পৃথিবী মাতার এমন সাজ |

চার দিকে শুধু হাহাকার রবে

ধনী, গরীব কাঁদছে সরবে,

নাই যে খাদ্য ,নাই যে জল

অর্থ গরীমায় কি হবে বল !!

তাই তো আজ উচ নিচ ভুলে,

কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে সকলে,

করতে হবে এর এক বিচার

আন্তে হবে পানীয় আহার |

ঠিক হলো ,হবে পৃথিবী মথন

দুই দলে মিলে করিয়া যতন,

বানানো হলো এক টাকার পাহাড়

রাখা হলো তাতে পৃথিবীর ভার |

শুরু হলো পৃথিবী মথন

প্রকটিত হলো দামী দামী রতন ,

এর পরে এলো কত কি অস্ত্র

রকমারি বোমা,

আর নবীন বস্ত্র |

তাই দেখে সব মুখ হলো ভার

হলো ধনী , গরীব এর যুগল হার ,

করতে লাগলো সকলে হায়!!!

কি করে এখন,

প্রাণে বাঁচা যায় ?

যুক্তি তর্কে এর বিহিত হলো,

সবাই মিলে গাছ লাগলো,

ভেঙে ফেলে দিয়ে সব ইমারত ,

কারখানা ,আর যন্ত্র শকট |

পৃথিবী আবার সবুজ হলো

সকলের ঘরে জ্বললো আলো ||

~ পৃথিবী মথন ~

Print Friendly, PDF & Email
Previous articleমোনালিসা , শুধু তোমার জন্য (চতুর্থ এবং শেষ পর্ব)
Next articleলজ্জা করে
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments