আজও খেলেছি আমরা অন্য পাতায় নতুন চালচিত্রে,

চিত্রনাট্যে ভুল ছিল বড় বেশী,

আজ বুঝতে পারছি কবিতা লেখাটা কত জরুরী ছিল।

পদবী পাল্টানোর সাথে সাথে মাথাচাড়া দ্যায় প্রাপ্তবয়স্ক যন্ত্রণারা,

আতিশয্যে ভেসে যায় সময়ের দায়।

সাময়িক অভিঘাতে পানপাত্র চুরমার করে ছুঁতে আসে অভিযোগী কাঁচেরা,

কবির কাছে বন্দুকের মূল্য অপার।

অপারগ মূল্যবোধে বাস্তিল ভাঙছ যারা অ্যাড্রিনালিনের খোঁজে

পালিয়ে যাও গর্ভ মুছতে আজ —

আমি আমি আমি আমি

তোমার গেলাসের ফাটল ধরা ভাঁজ।।

~ দিনলিপি ~

 

Print Friendly, PDF & Email
Previous articleতমার ভরশায়
Next articleBest Selling Lenovo Phones on the Market Right Now!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments