বাঁধা ধরার
বাধা হারার
প্রয়োজন কেন ভীষণ,
পাখা ঝাপটানোর সূক্ষ্ম ছায়া
সমুদ্রের বুকে
দাগ টানে কেমনে অনুপম ,
মেঘের কোল থেকে ঝরা বিন্দু বিন্দুর
বিদায় সম্ভাষণ,
তোমায় বলে যাবো।
কেমন করে
ঝরা পালকে মেশে আদিম মাদকতা,
সূর্যাস্তের রং মেখে কুসুম,
রক্তিম আভায় জগৎ নিঝুম।
তবু মোহনায় দাঁড়িয়ে,
বুকফাটা তৃষ্ণার্ত হয়েও প্রতিক্ষারত!
কারণ
তোমায় বলে যাবো।
কেমন করে সুর আসে,
প্রকৃতি সৃজনের উদ্যমে
হয়ে কাতর, মাতে হিন্দোলে!
পূর্ণিমার চাঁদ কেমন করে পাগল
একাকী প্রেম – রহিত প্রাণীটির
বাঁচবার নেশা ঘোচায়,
তোমায় বলে যাবো।
যাবার আগে,
সব বলে যাবো।