কবির হৃদয়ে বাস কর তুমি
বীণাপাণি রূপে ভাতি,
তুমি অনন্ত, তুমিই অসীমা,
হে দেবী সরস্বতী।
যোগপ্রিয়া তুমি যোগীর সকাশে
জ্ঞানীর চিত্তে জ্ঞান,
কাদম্বরী মা বিদ্যাদায়িনী,
ধ্যানেই অধিষ্ঠান।
শ্বেতবীণা করে শুভ্রকান্তি
শ্বেতপদ্মাসনা,
শ্বেতহংস বাহন তোমার
সারদা শুভ্রাভরণা।
তোমার শুভ্র চরণ কমলে
বন্দনা করে কবি,
তব শুভাশীষ যেন তনুমনে
সতত বিরাজে দেবী।