আমার একা দুপুর তাপের স্রোতে,
আলসেমি ও ক্লান্ত শরীর শীতলতার খোঁজে।
দূর থেকে ভেসে আসা সুর,,,”বা–স-ন নেবে গো মা বা–স-ন”,
এ্যালুমিনিয়ামের বা– সন… লাগবে,,,অনন্য ভালো লাগার ঘোরে,
যাই ছুটে যাই জানালা ধারে,
সাধ হয় দেখি তার বাসনের সম্ভার।
কোন এক কার্নিশে শ্রান্ত ঘুঘু
ডাকছে একমনে,
হরেক রকম বাসনের ভিড়ে
আমি হারিয়ে ফেলি নিজেকে
এক নির্জন বিশ্বাসে!
চকিতে ফিরি আবার ও ঐ হাঁকে, “বাসন নেবে নাকি গো — বাসন”।
ঘামে ভেজা শরীর,, বলিষ্ঠ পেশী,,, ক্লান্ত শরীর তবু
এক ক্রেতাকেই খোঁজে …..
অলসতা,ক্ষিদে পার্থিব কষ্ট ভুলে !!
“এ্যালুমিনিয়াম বাসন ওয়ালা”
Subscribe
Login
1 Comment
Oldest