একটা অজানা ফুল পাহাড়ের খাঁজে,
চোখে পড়ছে মাঝে মাঝে,
সাহস পাচ্ছিনা…
অনেকটা দূরে
অনেকটা হাতছানি,
খুব ডাকছে,
ভরসা পাচ্ছিনা…
বিকেলটা ফুরিয়ে আসছে অজানা ঘাসের দাগে,
শেষ আলোটা ওর গায়ে স্পষ্ট !
শুধু ডাকতে পারছিনা…
শুন্যে ভাসছে সব টুকু নিয়ে,
হয়তো কোনোদিন ঝোড়ো হাওয়াতে মিলিয়ে যাবে অতল গভিরে…
ভাষা পাচ্ছিনা…
অন্ধকার কালোতে মিলিয়ে যাবে এবার,
আমাকে ফিরতে হবে দূরে,
কাল সকালে দেখা হবে ওর-আমার,
সত্যি ! জানিনা…
কত সতেজ কত সুন্দর এক আলগা সুতোতে,
অনিশ্চয়তার ভিড়ে…
নিশ্চিত আমার জীবন,
ক্লান্ত আমি প্রয়োজনের ভিড়ে।
তবু শুন্যে ফিরতে চাইছে…
হারিয়ে ফেলছি রাস্তাটা অন্ধকারে,
ঝোড়ো হাওয়াটা আমায় ভিজিয়ে দিয়ে যাচ্ছে।
খুব ভাল লাগছে।
তবুও ভয় !
সেই ওর-আমার দেখা না হওয়ার ভয় !
টর্চের আলোটা ম্লান হয়ে আসছে…
নিভে গেলে আমার বাড়ি ফেরা দায় !
নিজেকে হারিয়ে ফেলার জয় !
এখনও যে অনেকটা বাকি …
আমার সঙ্গী শুধু এই ম্লান আলো টুকু…
কখনো কখনো নিভিয়ে নিচ্ছে…
আমার ছোট্ট ঘরটাও আলো জ্বেলে আমার অপেক্ষায়!
সেই সকাল হতে বেরিয়েছি…
যখন সাদা কুয়াশায় আমি নিজেকে আড়াল করেছিলাম
আমার ছোট্ট ঘর থেকে একটু দূরে…
এখন ওকে চাইছি কালোর ভিড়ে…
সাদা কালোতে মিশে কখন কে জানে,
আমার সকাল পেরিয়ে গেছে আমার আনমনে…
অজানা ফুলের গল্পটা বুনতে বুনতে বিকেলটাও নিভে গেছে…
রাতটা বড্ড সুন্দর…
পাহাড়ের গায়ে তারার মেলা,
মনের দরজা খোলা,
যেন কালোর ভিড়ে আলোর নিমন্ত্রণ!
হঠাৎ টর্চের আলোটা গেলো নিভে।
মুহূর্ত নিস্তব্ধ ।
অনুভূতি শুধু ধাক্কা।
ঝোড়ো হাওয়ার ঠাণ্ডা লড়াই
ধাক্কা দিয়ে শুন্যে মিলিয়ে যাচ্ছে।
এগিয়ে যাওয়ার চেষ্টা।
আর অজানা শেষটা ।
আর সব টুকু তেষ্টা আমার ছোট্ট ঘরে।
একা আছে ও কি করে ?
ফিরতে হবে আমায়।
আবার সকালের ফুলটা আমাকে থামায় !
সব দিক শুধু কালো আর কালো …
হঠাৎ একটা ভয় লাগলো…
কে যেন হাতটা চেপে ধরেছে…
কোথায় যেন নিয়ে যাচ্ছে…
আমি দেখতে পাচ্ছিনা।
খুব অস্থিরতার মধ্যে হঠাৎ ঘুমটা ভাঙ্গল।
রাত্রি তখন ৩ টে।
আমি আমার চেনা বালিশে মিশে,
খেয়াল হোল স্বপ্ন ছিল।
সকাল! আমি আবার মিলিয়ে যাব অচেনার ভিড়ে।
ইস ! ফাঁকি দিল আমার ইচ্ছে!
ফেরার গল্পটা রইল বাকি,
আর সামনের আলোটা জলছে নিভছে…