একা একা বসে ভাবি তুমি ভাবছো কী
আছো দূরে কিন্তু আমার কথা ভাবো নাকি
কাঁটাতার নেই আর নেই ব্যারিকেড
জানিনা কোন শক্তি না চাইলেও
রাখে আলাদা আমাদের।
সময় কাটছে তবু কাটে না
একক বোধ করা কখনো
তোমার সাথে কাটানো দিন
মনে করি আমি আজও।
আমি চলছি তোমার দেখানো পথ ধরেই
তুমি বলো আমায় ছেড়ে নিজের স্বর্গ পাবে কোই
ছাই ভরা ঘাট হোক বা ধোঁয়া ভরা আকাশ
সবাই হারাচ্ছে কিন্তু আমার আছো তুমি
কেউ না হোক আমরাই আমাদের আশ্বাস।
ভয় পেয়োনা আমি আছি থাকবো
নিতান্তই যদি জানাতে হয় বিদায়
আগুন যেন তোমার হাতে হয়
আর কাঠ আমার গায়ে।।