স্বপনে দেখা যায়, ওই রং মাখান-হোলি,
প্রেমের-পরশে, তোমায় আঁকি, দিয়ে প্রেমের-তুলি।
হৃদয়ের কাশফুল, দেখো, প্রেমের-বাতাসে নড়ে,
জীবন-নদীর প্রেমের-বালুকণার চড়ে।
প্রেমের-পথিক, দেয়-যে পাড়ি, ধরি সেই পথের-গলি,
কি-বিপুল হরষে তাই, মোর মন-যে ওঠে দুলি!
দোয়েল পাখির শিসে, ভোর-যে হল হায়,
রাতের-পথিক উঠেছে রথে, প্রেমের ইশারায়।
প্রেমের-নাওয়ে উঠতে চায়-যে প্রেমের-পরশ গুলি,
তাই ছুটে যাই তন্দ্রা -দেশে, স্বপনে ফুটে ওঠে প্রেমের-রঙ্গোলী।।