বসন্ত দিচ্ছে গ্রীষ্মের দাবদাহ।
বন্ধ্যা ভূমিতে ঘাস ফুলহীন, ধূসর।
ভ্রমরের দল উড়ে যায়,
ঘাসজমি থেকে পঙ্কিল জলাশয়ে।
চাওয়া পাওয়ার জটিল ‘পাটি’ গণিত,
যেন আফিমের নেশা।
দিবাস্বপ্নে প্রতিশ্রুতির মেঘ
শুধুই প্রত্যাশা।
অনুজ্বল কিছু তারা খসে পড়ে ঘাসজমি, পদ্মবনে,
তবু আকাশ জোৎস্নাময়।
জোনাকিরও কাজে ফাঁকি নেই,
কিন্তু নেপোয় মারে দই।
সত্যিটা সবাই জানে,
বলা বারণ,
ভয় পাওয়া জন্মগত অভ্যাস।
মনের কথা থেকে যায় মনে,
তবু আজও আকাশবানী হয়
‘ভালো দিন’, ‘ঋষি’-র বরাভয়।
রাজপথে অন্নদাতা, দেশদ্রোহী।
আমি নিজস্বীতে মেতে,
তৈমুর পেয়েছে খেলার সাথী !
ছবিহীন নির্বিষ গোখরো আজ পদ্মাসনে
মারবে ছোবল, লাশ পড়বে__________।
ধূসর সন্ধ্যা তবু আকাশ লাল,
আজ অমানিশা, অপেক্ষায় সোনালী সকাল …..