আমি সৈনিক,
এই আমার পরিচয়
আমি ছিলাম, আমি আছি এবং থাকব।
ভয় পেওনা, আমার বুকের উপর তেরাঙ্গা ও মালা দেখে
কেঁদনা আর, ভেবনা আমি চলে গেছি
আমি আছি তোমাদেরই মাঝে।
কুঁড়ি থেকে হয় ফুল,
আবার তা শুকিয়েও যায়
আবার জন্ম নেয় ফুল
হয়ত, তাদেরই মাঝে আমাকে খুঁজে পাবে।
আমি সৈনিক
আমি বীর
কখনো তিমির রাতে দুর্ভেদ্য জঙ্গলে,
কখনো হিমালয়ে শীত দগ্ধ বরফে
আমায় পাবে। আকাশে, জলে, তপ্ত বালুতে
আমি ছিলাম, আমি আছি এবং থাকব।
আমি সৈনিক
আমি অভয়
দুরন্ত-দুর্বার গতিতে আসা বুলেট্
আমি নিয়েছি আমার বুকে,
রক্ষা করতে আমাদের “মা” কে
মা গো, তোমার এই কোলে –
আমি ছিলাম, আমি আছি এবং থাকব।