নিস্তব্ধ পৃথিবীর মানুষ, আজ বড়ই ক্লান্ত ꠰
ক্ষুধার্ত জঠরের মাঝে, বেজে ওঠে ক্রন্দনের ধ্বনি ꠰
সভ্যতার সূর্য্য, আজ গোধুলি লগ্নে ꠰
মাঝে মাঝে ধ্বনিত হয়, বিভীষিকাময় করাল হুংকার ꠰
নির্মম মৃত্যুর যন্ত্রনায়, প্রান পাখি চাই মুক্তি ꠰꠰
মানুষের রচিত বেড়াজালে, জন্মনিয়েছিল নতুন শতাব্দি ꠰
অদৃশের নিদারুন পরিহাসকে, উপেক্ষা করতে পারলনা কেউই ꠰
নির্মল পৃথিবীর বুকে, থাবা বসাল মৃত্যুর দূত ꠰
যান্ত্রিক সভ্যতা আজ, অসহায় শিশুর মতই নগ্ন ꠰
প্রিয়জন বিয়োগের ব্যথা, ক্ষত-বিক্ষত করে যায় মানুষের সভ্যতাকে ꠰꠰
তোবুও আজ দিন গুনি ꠰
নতুন দিগন্তে উঠবে রক্তিম সূর্য ꠰
ফুটে উঠবে হাসি শিশুর মুখে ꠰
বিদ্ধংসের হাত ধরেই সূচনা হবে নব সৃষ্টির ꠰꠰