সাতাশটা শ্রাবণ পার করে ফেলল ও পৃথিবীর বুকে।

সাতাশ?..না আরো বেশি!?

………মেঘ এঁকে রেখে যায় আদর………. চিবুকে।

বাস ট্রাম রেললাইন…কাটা ছেঁড়া পড়ে থাকা শহরের শরীর!

সশব্দে ছুটে চলা ——-ঘুমহীন রাত কাটে গির্জার ঘড়ির!

কাঁচের গেলাস ভরে জ্বলন্ত মদ হয়ে নেশাতুর কবি।

হোর্ডিং-এ জল ভেজে ডিজিটাল প্রিন্টেড অরণ্য ছবি।

তবুও সে জল মেখে সাতাশের অবাক চিবুকে….

অবুঝ চোখেতে খুঁজে ফিরবেই শহরের বুকে।

তপোবন..মালঞ্চ..শুকপাখি..চন্দন পিঁড়ে…

জ্যোৎস্না-ওড়না বেয়ে চাঁদ-নদী মায়া-ঢেউ তীরে…

যতদিন পৃথিবী,ততদিন কথামালা আঁকা।

ছেঁড়াখোরা শহরের ছদ্মনামেতে আজও রাখা!

Print Friendly, PDF & Email
Previous articleঅর্ধ্বলাড্ডুশ্বর
Next articleভালোবাসা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments