আকার আমার চারকোনা,
কোনগুলি সমকোনে টানা।
ব্লাকবোর্ড আমার নাম,
লেখালেখি আমার কাম।
দেওয়ালে ঝুলে থাকি আমি,
নইকো আমি খুব দামি।
বেজায় কালো আমার রূপ,
তাই চক মহাশয় করে বিদ্রুপ।
আমি হেন কালো বলে,
চক নিজেকে ফুটিয়ে তোলে।
যদি আমি সাদা হতাম ,
চককে কেউ দিতনা দাম।
খুবই ভালো ডাস্টার বাবু,
চককে উনি করেন কাবু।
শিক্ষক থেকে ছাত্র সকল,
আমার উপর করে দখল।
আমি যে বড়ই উদার,
তাই ওরা আমারে করে সমাদর।
আমি আছি ওদের হৃদয় জুড়ে,
তাই আজও বেঁচে আছি ছন্দ সুরে।
এটাই আমার বন্দি জীবন,
কিন্তু সদাই খোলা আমার মন।