আমের মঞ্জুরী আজ কালবৈশাখীর নরম কোলে মাথা রেখে স্বপ্ন দেখে,

সমস্ত আকাশ সেজেছে বসন্তের সাজে, পলাশের থোকায় মৌমাছি,

প্রজাপতিও খোঁজে এক চিলতে সোহাগ ডালে ডালে …

তাবু কোথায় যেন একটা ভাষাহীন নিস্তব্ধতা ।

এ নিস্তব্ধতা শোকের … না বিশ্বাসভঙ্গের … না হতাশা …

শুধু এই প্রশ্ন নিয়েই ছুটছে প্রকৃতির সব উপাদান … জীবন্ত বা প্রাণহীন ।

জীবনের উৎস মুখে ইচ্ছেরা উড়ে গেছে ডানা মেলে অদ্ভুত এক ভালবাসার টানে,

আর তারপর স্বপ্নের সারি সারি লাশ উবে গেছে আগুনের লেলিহান শিখায় ।

আমের মঞ্জুরী তবু ঘোলাটে সোনালী আকাশের দিকে চেয়ে সোহাগের অপেক্ষায় প্রহর গোনে,

পলাশও থরে থরে ঝরে পরে প্রেমহীন সৌন্দর্যের যন্ত্রনা নিয়ে ।

কোকিলের লুকোনো কুহুতান বসন্তের দ্বিপ্রহরে সানাই এর মতো

অবচেতন মনে প্রলেপ দিয়ে চলে যায় ।

আর পড়ে থাকে শুধু স্বাভাবিক প্রতিশ্রুতি ।

Print Friendly, PDF & Email
Previous articleTraveldiary Ahmedabad | Adalaj
Next articleআশা – নিরাশা
DR. Lalan Chandra Mandal
ডঃ লালনচন্দ্র মণ্ডল-এর জন্ম পুরুলিয়া জেলার সাতুরি থানার রামভট্টডি গ্রামে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়, পুরুলিয়া থেকে রসায়নের স্নাতক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ও পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন । বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তার অনেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে । পড়াশুনা ছাড়াও সাহিত্যের প্রতি তার ঝোঁক খুব ছোটোবেলা থেকে । তার বিভিন্ন কবিতা, গল্প, প্রবন্ধ ছড়িয়ে আছে বিভিন্ন পত্র-পত্রিকায় । বর্তমানে তার বিশেষ আকর্ষণ জনপ্রিয় বিঞ্জান সাহিত্যে লেখার উপর । বর্তমানে তিনি বর্ধমান জেলার ভুঁড়ি ডি পি জে এম হাই স্কুলের রসায়নের শিক্ষক ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments