আমের মঞ্জুরী আজ কালবৈশাখীর নরম কোলে মাথা রেখে স্বপ্ন দেখে,
সমস্ত আকাশ সেজেছে বসন্তের সাজে, পলাশের থোকায় মৌমাছি,
প্রজাপতিও খোঁজে এক চিলতে সোহাগ ডালে ডালে …
তাবু কোথায় যেন একটা ভাষাহীন নিস্তব্ধতা ।
এ নিস্তব্ধতা শোকের … না বিশ্বাসভঙ্গের … না হতাশা …
শুধু এই প্রশ্ন নিয়েই ছুটছে প্রকৃতির সব উপাদান … জীবন্ত বা প্রাণহীন ।
জীবনের উৎস মুখে ইচ্ছেরা উড়ে গেছে ডানা মেলে অদ্ভুত এক ভালবাসার টানে,
আর তারপর স্বপ্নের সারি সারি লাশ উবে গেছে আগুনের লেলিহান শিখায় ।
আমের মঞ্জুরী তবু ঘোলাটে সোনালী আকাশের দিকে চেয়ে সোহাগের অপেক্ষায় প্রহর গোনে,
পলাশও থরে থরে ঝরে পরে প্রেমহীন সৌন্দর্যের যন্ত্রনা নিয়ে ।
কোকিলের লুকোনো কুহুতান বসন্তের দ্বিপ্রহরে সানাই এর মতো
অবচেতন মনে প্রলেপ দিয়ে চলে যায় ।
আর পড়ে থাকে শুধু স্বাভাবিক প্রতিশ্রুতি ।