ঝড় এলে,
ভেঙে দিয়ে যায় সব কিছু
প্রতিদানে রেখে যায়
নতুন করে গড়ার আশা টুকু।
বন্যা এলে,
ভাসিয়ে দিয়ে যায় সব টুকু
প্রতিদানে রেখে যায়
বয়ে আনা পলি টুকু।
ফুল এলে,
নিয়ে যায় সবার আকর্ষণ টুকু
প্রতিদানে রেখে যায়
তার গন্ধ টুকু।
ভ্রমরা এলে,
নিয়ে যায় ফুলের রশ টুকু
প্রতিদানে রেখে যায়
জমানো মধু টুকু।
যখন তুমি এলে,
নিয়ে গেলে আমার সব কিছু
আর প্রতিদানে রেখে গেলে
দুঃখ ভরা স্মৃতি টুকু।।