প্রতিদিনের মত নয় এখনকার দিনগুলো।
রাতটা এখন বড়ই শান্ত।
গাড়ির আওয়াজ আজ বড় একটা যায় না শোনা।
প্রথমে ভেবেছিলাম ঐ অশথ গাছের পাখিগুলি বুঝি গেছে চলে।
পরে বুঝলাম এ তো তাদের যাবারই সময়,
বসন্ত শেষে গ্রীষ্ম আসতে চলেছে যে।
সত্যিই কেমন যেন হয়ে গেছে দিনগুলো।
পৃথিবী হয়তো করেছিল খোঁজ এমনই সব দিনের,
যেখানে বহুদিন পরে খুঁজে পেয়েছে সে স্নিগ্ধতা।
মানুষের মৃত্যুর হাহাকারেও প্রকৃতি আজ শান্ত।
বিপন্ন প্রকৃতি আজ যেন চির অনুরাগে আনন্দিত।
ফুটেছে ফুল, বয়ে চলেছে নদী অনাবিল আনন্দে;
নেই কোন কষ্ট তাদের এই দিশাহীন জনমানব শূন্যে।
মানুষ আজ হয়েছে শান্ত, বদলেছে জীবনের গতি।
বদলেছে তার রূপরেখা, ফিরিয়ে জীবনের স্থিতি।
হয়তো পৃথিবী চেয়েছিল এমনটাই একদিন,
ফিরিয়ে দেবে সে সবই আবার, না রেখে মাতৃঋণ।
তবুও কি মোরা শিখলাম কিছু, পারলাম কি বুঝতে?
না কি আবার কোন অশনি সংকেতে ফিরে যাব মোরা,
বেঁচে থাকার মিথ্যে জীবনহীন স্রোতে।