ডালে বসা শালিকগুলো হঠাৎ উড়ে গেল,
বজ্রপাতের থেকে গুলির আওয়াজ আরও তীক্ষ্ণ।
কেউ শুনতে পেল না, শুধু ওই পাখিগুলো ছাড়া;
দেখতেও পেল না, শুধু রাতের খোলা আকাশ ছাড়া
যেখানে পূর্ণিমার চাঁদ সবে কালো হতে শুরু করেছে।
সবাই ঘুমোচ্ছে, আজ যে চন্দ্রগ্রহণ।
আলোয় স্নিগ্ধ মুখটাও ধীরে ধীরে নিস্তেজ হচ্ছে,
যন্ত্রণায় না গ্রহণের জন্য?
পৃথিবী অনেক চেষ্টা করছে তাকে তুলে ধরার জন্য,
কিন্তু সে আজ বৃদ্ধ।
গেরুয়া মাটিটা ছিল তৃষ্ণার্ত, বৃষ্টির জন্য;
কিন্তু সেও ভাবেনি রক্ত তার তৃষ্ণা মেটাবে।
কিছুক্ষণ সব চুপচাপ।
তারপর গ্রহণ থেমে গেল, তার প্রাণও।
প্রকৃতি ভোরের আলোয় আড়মোড়া ভাঙল।
ডালটা আবার ভরে উঠল;
শালিকে নয়, শকুনে।