যদি সর্দিতে কেউ হাঁচে,
খবরদার আসিস না কেউ কখনো তার কাছে।
আর যদি কেউ খুকখুকিয়ে কাশে,
পালিয়ে যাবি সেখান থেকে নয়তো যাবি ফেঁসে।
যদি কারো জ্বর হোক সে অল্প
সাবধান তার সঙ্গে করিস না কেউ গল্প।
আর যদি কারো ধরে একটু হাঁফ,
সব্বোনাশ, তার থেকে পালিয়ে যারে বাপ।
কারো যদি গা হাত পায় ব্যথা,
তার সঙ্গে কখ্খনো ভাই বলিস না রে কথা।
আর কারো যদি মাথাতে যন্ত্রণা,
তার সঙ্গে থাকিস না দিলেম রে মন্ত্রণা।
আর কারো যদি পেটটা গণ্ডগোল,
তাকে রোজ খেতেই হবে মাগুর মাছের ঝোল।
তার কাছে যখন তখন যাওয়া যাবে না মোটে,
সংক্রামক রোগ বুঝলি, কিছু বুদ্ধি আছে ঘটে !
আর যদি কেউ বলে,
গন্ধ স্বাদ পাচ্ছে না সে ঝালে ঝোলে অম্বলে।
তার সঙ্গে দেখা করা একেবারেই বারণ,
বলছি কেন এসব কথা আছে কিছুই কারণ।
আর কারো যদি শুকিয়ে যায় গলা,
আমার কথা যদি শুনিশ দিতেই পারি শলা।
ঘোরাঘুরি করিস না রে কখনো তার পাশে,
খবরদার, আমায় দেখে দেখছি সবাই হাসে।
বটে বটে আমায় কথায় করিস হেলাফেলা,
ওপরতলার কানে গেলে বুঝবি তখন ঠ্যালা।
যা বললাম সব সত্যি নয় কোনই ছল,
কোরোনার উপসর্গ বুঝলি বোকার দল।
—————————————————