কেন এমন হয়?
দেখতে দেখতে সূর্য ডোবে ব্যর্থ প্রতীক্ষায় ।
বাণের জলে যে মাছ একদা এসেছিল ভেসে পাড়ে,
মরল সে ই যন্ত্রণা নিয়ে শুকনো এক আঁধারে।
কচি কচি ঘাসের সবুজ পাতা মুখ তুলেছিল যেই,
ঘাসিয়াড়া সেদিন বুঝিয়েছিল আপন যে কেউ নেই !
এই জগতে আকাশের নীল ছলনা মাএ শুধু,
দুঃখটারে খুব মিষ্টি লাগে,গেঁজিয়ে উঠে মধু !
চিতার ভশ্ম উড়ছে তাইতো হাওয়ার তেজ বেগে,
পিণ্ডটা আজ হারিয়ে গেছে, কাঁদছে গঙ্গা আবেগে !!