আমি যে তোমায় ছুঁয়েছি
রাতের আঁধারে
মেঘ ভাঙা কান্নার মাঝে
বুকের ফাটলে বিদ্যুত ঝিলিকে –
ঘোর একাকিত্বে !
তোমাকে পেয়েছি ভোরের আকাশে
ঘুম ঘুম চোখে
এক আচলা জলে মুখ ধুতে গিয়ে
আয়নার সামনে।
বিচ্ছেদে কাঁদি কোথা আমি তুমি
ভালবাসা বিশ্বাস
নির্জনে বসি কান পেতে শুনি
আমার ই নিশ্বাস।
তুমি-আমি আজ ও স্বপ্নের ফেরি –
আর কিছু দীর্ঘশ্বাস…
নিজেকে কি কখনো দেখিনি আমি ?
হয়ত বা ছিলনা অবকাশ !