ওটা কে.. হাতে চিরাগ…!!
ওই তো আলাদিন… ডাক দেই.. আলাদিইইই…. ন… ঘুরে তাকালো সে… ভোর রাতের হৈমন্তী আবেশে মোড়া আঁধারে ছায়া ছায়া ওই তো সে… কোনো ভুল নেই… হাতে সেই বাতি.. সেই জাদুর প্রদীপ…
দু হাত জোড় করে… এক নিশ্বাসে বলে যাই… যত না ছুঁতে পারা স্বপ্ন গুলো…
নিরুত্তর আলাদিন… মুখ তুলি… কি হল আলাদিনের? চুপ কেন তুমি? দাও না ঘষে ওই.. ওই জাদুর প্রদীপ…
আবছায়া কাটিয়ে একটা হাত এগিয়ে আসে… একি! অজস্র ক্ষতয় ভরা তালুতে ধরা একটা ক্ষয়ে যাওয়া আধ ভাঙ্গা চিরাগ… ভালো করে তাকাই আলাদিনের মুখের দিকে… কে এটা? চোখ দুটো যে বড্ড চেনা!! কোথায় যেন দেখেছি!!
“কি চিনতে পারছো?” এটা…এটা…তো আমার গলার স্বর..!! কে কথা বলছে? কে তুমি ?
চোখে চোখ রাখি… কে ????
এ তো আমি!!!!! ক্ষত বিক্ষত মুখে… চোখ দুটো উজ্জ্বল… হাজারো স্বপ্নের খেলা… না জানি কতই আশা… !
প্রশান্তির হাসি হেসে আমার আলাদিন বলে চলে… “তোমার কাছেই চিরাগ… তোমার কাছেই জিনি… তোমার হৃদয় আর তোমার মস্তিষ্ক.. পারবে না ম্যাজিকটা দেখাতে…? তোমারই দিকে তাকিয়ে অনেক গুলো মুখ…”
আমার আলাদিনের চোখদুটো তখন নক্ষত্রের মতো জ্বলছে… ক্ষতবিক্ষত মুখটা নকশিকাঁথার মতো বর্ণময়… আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে…
হাতটা শেষ বারের মতো ধরতে চাইলাম… আবছায়া কেটে গিয়ে নতুন ভোর এল…