ডঃ লালনচন্দ্র মণ্ডল-এর জন্ম পুরুলিয়া জেলার সাতুরি থানার রামভট্টডি গ্রামে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়, পুরুলিয়া থেকে রসায়নের স্নাতক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ও পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন । বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তার অনেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে । পড়াশুনা ছাড়াও সাহিত্যের প্রতি তার ঝোঁক খুব ছোটোবেলা থেকে । তার বিভিন্ন কবিতা, গল্প, প্রবন্ধ ছড়িয়ে আছে বিভিন্ন পত্র-পত্রিকায় । বর্তমানে তার বিশেষ আকর্ষণ জনপ্রিয় বিঞ্জান সাহিত্যে লেখার উপর । বর্তমানে তিনি বর্ধমান জেলার ভুঁড়ি ডি পি জে এম হাই স্কুলের রসায়নের শিক্ষক ।