বৃষ্টি বয়ে আনল মনখারাপ
আজ সকালে সুর্য চেয়েছিলাম,
বৃষ্টিভেজা অনেক সকাল আগে
এক বাসষ্টপে তোমায় পেয়েছিলাম।
দুহাত দুরেও ঝাপসা ছিল শহর
দেড়হাত দুরে তুমি ছাতা খুলে,
ঠোট দুখানি লিপগ্লসে ছিল ভেজা
চোখ ঢাকা ছিল একহাত ভেজা চুলে।
সে চোখ গেল কখন আমার হয়ে
সে অচেনা ঠোট দুটো হল চেনা।
বৃষ্টিভেজা সারা শহর জুড়ে
অনেক ভেজা মুহুর্ত হল কেনা।
আজকে আবার বৃষ্টিভেজা শহর
মাঝখানে গেছে দশটি বছর হারিয়ে।
সে বাসষ্টপেই আজ সকালে দেখি
বৃষ্টিভেজা চুলে কে যেন দাড়িয়ে।