মৃত্যু, যাকে ছোঁয়া যায় না,
দেখা যায় না; তবু অনুভব করা যায় |
এক হীমশীতল অনুভূতি
যা প্রত্যেক রক্ত বিন্দুতে, ধমনিতে বয়ে চলে
প্রতিদিন, প্রতিমুহুর্তে।
আমরা যেদিন জন্মগ্রহণ করি সেদিন থেকেই
ধীরে ধীরে হাঁটা শুরু করি মৃত্যুর পথে;
কি অদভুত এই জীবন!
তারপর যখন একদিন মৃত্যু নেমে আসে
আমাদের জীবনে, পুরো শরীর অবশ করে দেয়
তার স্পর্শ। সে আমাদের নিয়ে যায়
এক অন্য জগতে, এক আলো-আঁধারির জগৎ
যা চিরন্তন রহস্যের মায়াজালে ঘেরা।।
মৃত্যু, আমাদের গুপ্ত প্রেম,
অদৃশ্য প্রেমিক; আমাদের বেঁচে থাকার প্রেরণা,
অজানা কে জানার উৎস|
জীবনের প্রথম মুহুর্ত থেকে মৃত্যুই আমাদের
একমাত্র জীবনসঙ্গী; পৃথিবীর সুদীর্ঘ পথ
অতিক্রম শেষে সকল ক্লান্তির অবসান,
একমাত্র নিশ্চিন্ত আশ্রয়।।
মৃত্যু, জীবনের শেষ নয়, নতুন প্রাণের স্পন্দন;
ধংস নয়, নতুন উদ্যমে নতুন সৃষ্টির সুচনা।।
Death- Personified
Subscribe
Login
0 Comments
Oldest