সাগরের ডাকবাক্স
#১ সাগরের ডাকবাক্স
চিঠিগুলি আসে যায়
কিছু কিছু দূরে ভেসে রয়-
দৃশ্য়পটে।
তবে
কিছু কিছু ফিরে আসে বটে তটে।
কেউ বা মিলিয়ে যায়
দূরে, বহূদূরে-
সে কোনো এক অদৃশ্য় বাঁকে।
এতো চিঠি, শত...
তবে তাই হোক
গান হোক, আরো গান হোক..
আর সবার ক্ষেতেই ধান হোক,
হোক ধানসিঁড়ি সুরে কথা জুড়ে প্রাণ
জুড়িয়ে দেওয়ার গান হোক,
আরো গান হোক, হোক..
ফুটপাথ জোড়া সংসারে গান
গরম ভাতের...
মন্দাকিনীর স্রোত
পুব দিকে তার বর্জ্র পাহাড় হেলি
লুটিয়ে পড়ছে ভোর রাত্রের তারা
তারই কোলে উষ্ণ বারি স্রোতে
কলরব করে মন্দাকিনী মায়া।
নীরার সেদিন ঘুম লাগেনি চোখে,
নিভেছে বাতি অনেক প্রহর...
বেড নং-১০৯
পরিবারের অপমানগ্লানি, লাঞ্ছনা, র সমাপ্তিআজ আমি মেডিকেল কলেজ র ছাত্রী,এক নিজস্ব জ্বালা থেকে মুক্ত আজসুদীর্ঘ অপেক্ষার পর দুপাটি দাঁতের উন্মোচনাআজ আমের মুখে গর্ব র...