এই রাত্রির অন্ধকার কেটে যেন ভোর না হয় —
ভোর না হয় যেন জ্বলন্ত সূর্যের আলোয় ,
তার চেয়ে এই ভাল , শহর ঢাকা থাক
কাল অন্ধকার চাদরে ,
ঢাকা থাক ওপচানো ডাস্টবিন ,
গলি ভরা নর্দমা- জল , উড়ন্ত ভোজের পাতায় ,
সেই ভাল , ঢাকা থাক কুষ্ঠে ভরা গলিত ক্ষত
রাতের নিঃশব্দ আঁধারে হিম – নিংড়ানো অশ্রু –
দেখতে পাবে না কেউ ।
দেখতে পাবে না কেউ রঙ চটা বিবর্ণ দেওয়ালে
ভোট যুদ্ধের রক্তাক্ত বিভীষিকা ।
শুধু ভোট যুদ্ধ কেন , বিজ্ঞাপনে ঢাকা পড়া
পুরানো শহরের বিলুপ্ত গরিমা ।
এই ভাল , হ্যালোজেন মাখা হলুদ শরীরে
সব ক্ষত লুকানো হলুদ শাড়ি পরা কনে বউ সাজ —
শহর ভরা সব বুদ্ধিজীবী বিত্তজীবী
নিঃশব্দ সহ্যের বর্মের আড়ালে
ক্লীব কীট হয়ে ভেসে চলে রঙ্গিন গ্লাসের ফেনায় ।
হে শহর , ডুবে থাকো প্রাত্যহিক চরম অপমান -লজ্জায়
রঙ মাখা দেহোপজীবিনীর লজ্জা মাখা মাথা নত করে
ক্ষমাহীন নির্লজ্জতা আর মিথ্যাচারের পাশে
নিঃসংকোচ শোষণ পেষণ আর কুম্ভীরাশ্রু মোচন
নিমজ্জিত করে পুতিগন্ধময় পঙ্ক সলিলে —
পঙ্কসলিল ও আজ বাকী নেই কোথা
জলহীন রুক্ষ শুষ্ক উদ্দাম জীবন
ডেকে আনে অভিশাপ —
অকাল বার্ধক্য আর অন্তহীন পরিতাপের
ললাট লিখন —
শহরের জলছবি
Subscribe
Login
0 Comments
Oldest