শান্ত হৃদয় হয় চঞ্চল;

তোমার পরশ পেলে,

খাঁচার পাখী নীল আকাশে;

উড়ে যেন ডানা মেলে।

তোমার পদশব্দে বুঝি;

হৃদয়ে লাগে দোলা,

অনেক প্রয়াস করেও;

যায়নি তা ভোলা।

তোমার কণ্ঠস্বরে মোর;

বুকে বুঝি ওঠে ঝড়,

আজ হয়েছে সবাই আপন;

আমিই শুধু পর।

ভালবাসার ছলে নিয়েছ কেড়ে;

অবুঝ হৃদয়টাকে,

আর কিছু নয়, শুধু কি পারো,

ফিরিয়ে দিতে তাকে?

~ অনুযোগ ~

Print Friendly, PDF & Email
Previous articleসময়ের দাম
Next articleঅন্য জীবন – তৃতীয় পর্ব
Rina Acharya
একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments