শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। পুজো সবার ভালো কাটুক।
মনে পড়ে ছেলেবেলায় ফেলে আসা মহালয়ার দিনগুলো ?
ঘুম জড়ানো চোখে মায়ের সাথে শিশির ভেজা শিউলি কুড়ানো; রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠের সুর; আর পুজো পুজো গন্ধে লম্বা ছুটির আনন্দ।
আজও কি আপনার জীবনে মহালয়ার দিনটি একইরকম আছে নাকি জীবন ও সময়ের যাঁতাকলে অনেকখানি বদলে গেছে ? আসুন আজ মহালয়ার প্রভাতী আড্ডায় স্মৃতির সরণি ধরে হেঁটে যাই ছেলেবেলার সেই দিনগুলোতে। শেয়ার করুন ছেলেবেলার কোনো স্মৃতি বা বিশেষ কোনো অনুভূতির কথা। এই প্রজন্ম কি আদৌ সেই শিউলি ফুল আর শিশির ভেজা মাটির গন্ধ পায় ? নাকি এখনের এই মহালয়া অনেকখানি যান্ত্রিকতায় আর আড়ম্বরে সেই মাদকতা হারিয়েছে ?