হাল্কা বাতাস আকাশ তলে
ভাঙছে মনের বাঁধ ,
প্লাবন আসবে প্লাবন এবার,
এই তো মনের সাধ ;
চাইলে শুধু চোখটি মেলে
ক্ষণিকের ব্যবধানে,
পিঞ্জর থেকে মনপাখি চায়
মুক্ত আকাশ পানে ;
উড়ি উড়ি আজ শুধু করে সে যে
বশ মানানো দায় ,
চাহনির ছোরা বিদ্ধ করেছে ,
আর তারে কে বা পায় ।