বিষাক্ত হাওয়া ,
খোলা চুল ,
জেনো ছিহিয়ে হেবে প্রেমিকের ঘুম ,
তবু চেতনা বলে এ তো মরীচিকা,
ঐ চোখ পাপের গর্ভগৃহ,
নিশি নাম্লেই নেশাতুর মন,
ভালবাসার খো্ঁজ করে,
ওই মায়াবিনি ছলনার দ্বারা,
করতে বাধ্য করায় সে ভুল,
যা লিখে দায় কলঙ্কিত ইতিহাস,
সাক্ষী থাকে প্রেমিকের দীর্ঘশ্বাস.
সে যে ফিরে নাহি চায়
মূমূর্ষু প্রানের দিকে,
কেনই বা ফিরবে?
তাকে কি কেউ প্রাণের চেয়ে প্রিয় ভেবেছে?
হয়ত কিছু দিনের জন্য
খেলা করেছে তার
যৌবন আর হ্রদয় নিয়ে,
ব্যস এত টুকুই,
এর বেশি কেন আশা করবে সে,
কি বা তার অধিকার
ক্ষনিকের পায়রাদের ওপর?
যারা নারীর কাছে খোঁজে সুখ,
কিন্ত বোঝেনা তার সত্বা,
সমাজের উজ্জ্বল ঐ সব মুখ,
ক্কি ঘৃণ্য তাদের মন!
ঐ মায়াবিনির রাজপুত্র হতে
পারেনি তারা কেউ,
হবার যোগ্যতাই ছিলনা কারো,
তাই আঙুলও তুলতে পারবেনা ….
মায়া যে তার বাহীর ভুষণ
যা পড়েছে সবার চোখে,
কেউ কি খু্ঁজেছে কখনো,
তার সরল মনের
জমে থাকা দুঃখকে?