দাদাগো আমি মালা,
ঐ রেললাইনের ধারের বস্তিতে
ভাঙ্গা ঘর আমার,
মাধ্যমিকটা দিচ্ছিলাম এবার,
ইংরাজি ভালোই হয়েছিল,
ষাট পাব আশা ছিল,
তবে আশা ছিলনা যে
লুণ্ঠিত হবে আমার সত্ত্বা,
আঁধারে দলিত হব আমি।
তোমাকে যে রাখী পরিয়েছিলাম,
ভাইফোঁটাও দিতাম,
হ্যাঁ বেশ কয়েক বছর হল,
নিজের যে কেউ ছিলনা
তাই আবদার ছিল তোমার কাছে,
সেই তুমি লুঠ করলে সম্ভ্রম ?
দাদার মুখে শয়তান কে দেখে
ভয় পেয়ে কেঁদেছিলাম,
মন বিশ্বাস করতে চায়নি
তোমার আঁচড়গুলী,
এত মিনতি করলাম
কই থামলে নাতো ?
ব্যাথা জর্জরিত খোবলানো শরীরটি
দেখে দয়া হয়নি তোমার?
হয়নি আমি জানি,
তাই বোধহয় দিলে ছোরা বসিয়ে,
আমি শেষ হয়ে গেলাম,
থামল স্পন্দন,
খালি একটি আফসোস রয়ে গেলো,
অঙ্ক পরীক্ষাটি দেওয়া হলনা,
দিলে তোমার বিশ্বাসভঙ্গের হিসেবটি
মেলাবার চেষ্টা করতাম !