­দেখিতে দেখিতে কাটিয়া গেল সুন্দর একটা বসন্ত,
ক্ষুদ্র একটা অধ্যায়ে হাসিলাম, হাসালে আরও৷
বক্ষে রাখিয়া মাথা শান্তি পেয়েছি কত,
জানত সবই কাটিয়েছি একাকি মোদের মত​৷
মিটিয়েছ  যতনে চেয়েছি যত পেয়েছি তত​;
চাওয়া-পাওয়া হয়নি শেষ রয়েছে অশেষ অফুরন্ত ৷
এভাবে রাঙিয়ে দাও সকল বসন্ত পুর্ন অক্লান্ত ,
সকল জন্ম তোমারো সাথে সাতপাকে হউক পূর্ন​,
হউক পূর্ন​ ।

Print Friendly, PDF & Email
Previous articleকিছু দীর্ঘশ্বাস
Next articleKnow Who You Are !
saon mondal
আমি শাওন মণ্ডল। বীরভূমে মাল্লারপুর নামের এক ছোট্ট শহরে থাকি। দ্বাদশ শ্রেণী ছাত্র আমি। ।কবিতা লেখার সাধ দশম শ্রেণী থেকে, আমি ছোট্ট আপনাদের আশীর্বাদ্ পেলে হব ধন্য ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments