দমকা বাতাস আর অশরীরি ডাক কাটিয়েছে দিবাস্বপ্ন
লম্বা ভিড়ে, বিকেলের যানজটে,আমি এক বেঁচে থাকা পন্য…।।
বিদ্রোহ আজ হয়েছে শুধু, ঘণ্টা-খানেক ট্রাফিকের জন্য
শিওরের ভূত হাফিয়া উঠেছে,মাগিছে জল আর অন্ন…।।
শুধায়েছি তারে, দেখাইয়া ধারে, পড়ে থাকা এক পন্যরে
ধুলিমাখা বেশে, কুঞ্চিত কেশে, পড়েছিলো পথ ধারে…।।
বিপ্লবী মন উঠেছিল জেগে, করেছিল বিদ্রোহ
একি স্বাধিনতা !,একি হীনতা !,শুধুই দীনতা, যন্ত্রণা দুঃসহ…।।
সময় ঘড়ি ছুটেই চলেছে,বদলায়না রং সিগন্যালে
লাখোদামি গাড়ি ফুঁসিতেছে রসে,গতিহীন যাঁতাকলে…।।
চেঁচাইছে রাগে,ভুল ভুল বলে,সব ভুল সিস্টেমে
বিদেশের গাড়ি,স্বদেশের লরি,এক হয়ে গেছে এই জ্যামে…।।
স্তব্ধ গতি,রুদ্ধ প্রান,গাহিছে সুরে বেয়াদপি গান
চোরা গলি বাওয়া আঁকাবাঁকা পথ,চিরকালই শুনশান…।।
কফির কাপেতে, ঠোঁটের চুমুকে,গল্প হয়রানির
মেট্রোর পাশে,আলীবাবা কাছে,বাতাস বিরিয়ানির…।।
মনের মাঝে,পাহাড় ঘেরা সূচীর কারাগারে
শহর মাঝে দম্ভভরা,মানুষ অনাহারে…।।
রাঙিয়ে বাতি, শপিংমলে, কবির গান শোনে
শহর পানে, ট্রাফিক লেনে,গাড়ির সারি গোনে…।।
বিকট শব্দে, বিশ্রী ধোঁয়ায়, বিদ্রোহী মন হারায়
না বলা শ্রমে, ক্লান্ত দেহে গভীর নিদ্রা জড়ায়…।।
সময় ঘুরেছে, বুঝেও না বুঝে আটকে থাকার পণ
তীক্ষ্ণ বানে বিদ্ধ পাখি উরবে যতক্ষণ…।।
হৃদয় নীড়ে, মনের মাঝে, সকল সত্য জানা
চলার লেনের গতির মাঝে, এসব ভাবা মানা…।।
পানের পিকে, মুখের ধোঁয়ায়, করুন সভ্যতা
আচার বিধির ভাসান দিয়ে, দেখায় ভদ্রতা…।।
সৌম্য বেশে, গ্যাজট হাতে, বিজ্ঞ আধুনিক
ট্র্যাফিক জ্যামে আটকে পরা, লুকানো সৈনিক…।।
বিমান যোগে বিদেশ পাড়ি, ফুটপাতেতে ক্ষুধার সারি
ব্যর্থ তন্ত্র, গণতন্ত্র, ছেটায় মোহের বারি…।।
গলার হারে, কানের দুলে, হলোগ্রামের ছাঁচ
ভাত পায় না, বয়স শিশুর বছর চার পাঁচ…।।
ভোগের নেশায়, ভাগের খেলায়, রাজা প্রজার সারি
বুঝবে যেদিন, থমকে যাবে, তোমার শখের গাড়ি…।।