কেন উত্তাপ বাড়াস এই মনের ?
কেন তুই, পুড়িয়ে দিস সিন্গ্ধতা?
চোখ গুলো কেন ব্যথা পায় অকারণে,
কোকড়ানো চুল গুলো তে বিলীন আখাঙ্কা।
কেন পরিস ওই ছোট টিপ্ ?
শেষ বেলার মাটি তে পরে অলস আঁচল,
হাসি গুলো দিয়ে আগুন জ্বালিস অম্মৃত সূর্যের,
কাজল চোঁখ টুকু যেন বর্ষার জল |
কেন আঁকিস ওই গোলাপের মতো ঠোট ?
একহাত জোড়ো করা পদ্মের অনুভূতি,
এক বুক ভরা ভেজামাটি এর গন্ধে,
শিশির গুলো ভেজায় তোর সুকৃতি |
কেন বাড়াস ওই গল্পের মতো হাত ??
পা গুলো তোর ছন্দ বানায় রাতদিন,
চিবুক খোঁজে কোন অর্র্ণ্যের আশ্রয়,
তোর নাম ছাড়া দিন কেমন স্বাদহীন |
কেন নক্ষত্র গুলো পড়িস নাকের নথে ??
এলমেলো দিন হারায় ঝিনুক আল্পনায়,
সাদা পেঁচা গুলো ঘর পায় জোসৎসনা রাতে,
এসব প্রেম বড্ডো একাকী মন অববাহিকায় ||