খোলা ছিল জানালা;
কবিতা খুঁজতে, ভেসে গেছিলো মন –
আনমনা হলেই কি কবি? তবেই বুঝি কবিতা?
“একমুঠো আনন্দ উল্লাসের লহরে;
ফাঁকা উঠোনে চিলেকোঠা শহরে!”
একটা কবিতা লেখার প্রয়াস;
তবে হচ্ছিলো না লেখা;
শব্দ সাজাই আনমনে, কেটে ফেলি;
খোলা জানালা দিয়ে, ছিঁড়ে ফেলে দি|
কাটা-ছেঁড়ার খেলা শেষ; কবিতা তবু নিরুদ্দেশ!
খোলা ছিল জানালা; উড়ে সেই পথ দিয়ে,
একরাশ শব্দ, হুমড়ি খেয়ে পড়ে টেবিলে|
সেজে-গুজে বসে; নিজেদের মতো আসে,
অতিথির বেশে, একে-ওপরের পাশে বসে;
অবশেষে, বুঝি কবিতা উপহার দেয় উলাসে?
খোলা জানালার দিকে চাই;
ছিঁড়ে ফেলা কাগজগুলো, আর খুঁজে না পাই!
পুরোনো শব্দগুলোই বুঝি ফিরে চায়?
উঠে এসেছে কি সব ছেড়ে,
কবিতায় ঠাঁই পাবে বলে?
কিংবা, যেন কবিতা লিখবে বলে!
সেই চমৎকার কবিতাটি,
এবার আপনাদের পরে শোনাবো;
কবিতার নাম – সেই জানালাটা!