~ রক্ত মাখা গোলাপ ~

দেখা হয়েছিল কবে মনে নেই,
হাতরে দেখলে পাওয়া যাবে ঠিক,
দুটি মনের ঐকতান ,
সমাজের থেকে পেয়েছিল ধিক;
কেন ?
মন দুটি যে হিন্দু হতে পারেনি
কিংবা মুসলমান ,
তারা শুধু বুঝেছিল,
ভালবাসার টান।

প্রেমের দিনে একটি গোলাপ,
তুলে দিয়ে তার হাতে,
ছেলেটি হাসলো ঐ নিষ্পাপ
সোনাঝরা এক প্রাতে,
কথাও হল অনেক,
শেষে এলো যে যাওয়ার বেলা,
আততায়ী এক এল প্রকাশ্যে,
আঁধার করলো খেলা !

আলো ফুটলে দেখা গেল,
ভালবাসার কবর,
রজনী যত নামলো তত,
রটলো যে এই খবর,
ধর্মের শ্মসানে জ্বলে,
ভালবাসার চিতা,
গোলাপের গায়ে রক্ত লেগেছে,
সাফ করা তারে বৃথা !

Print Friendly, PDF & Email
Previous articleবাউড়িয়া
Next articleTHE YELLOW VEIL
Pritam Bhowmick
A new generation poet who loves to experiment. Feelings are expressed with simplicity in his poems. He composes passionately and expects to strike a chord in the mind of every reader.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments