বলবই যখন,
বলছি তখন,
প্রথম থেকেই বলি —
এই অনাচার,
সয় না তো আর,
যুগ টা নাকি কলি।
মা আছে আর
মানুষ আছে,
মাটি তো নাই তলায় —
মরছে আমার
ভাই দাদারা,
ফসল যারা ফলায়।
দিচ্ছি করে
নতুন আইন,
শ্রমিক নাকি বাঁচবে —
পি.এফ এর টাকা
লগ্নি হবে,
ম্যানেজমেন্টরা নাচবে।