শূন্য হতে ,শূন্য থেকে
চলেছি শূন্যে —
ভবিষ্যৎ খুঁজে বেড়াই
এপার ওপার —
বিশ্ব সাগরমাঝে ।
জানা আজানার পথিক
হাতড়ে বেড়াই, ঠাই পেতে
থাকবো —-,না না যেতে হবে
কোথায় ?—-
অদূর প্রান্তরে —
যেথায়, চলেছে সবাই
কিসের খোঁজে পেছন পেছন –
চলছে না শরীর
বৃদ্ধ আমি,
যেতে হবে তবুও ।
একটু পরেই পৌঁছব যে,
আমি মৃত্যু ।
মৃত্যু
Subscribe
Login
0 Comments
Oldest