মন খারাপের দিনে
মেঘলা মনে
জমা হয় অবিরত
অভিমানী মেঘ
মনের ঘরে একলা বসে
একাকীত্ব গ্রাস করে
স্বপ্নের স্মৃতিসৌধ,
অবিরাম বুকে দুঃখ ক্ষরন
যন্ত্রণা বিলাসী মনে
মন খারাপের গান
বাস্তব ছুঁয়ে যায়,
চেনা ছবি চেনা ক্ষণ
রঙ বদলায়
আশা নিরাশার মাঝে
অস্তিত্ব দংশন
বুক ভরা অভিমানে
অস্থির দোলাচলে
স্বপ্নেরা ডুবে মরে,
কবিতার পাতা ভরা শুধু
ত্রিকোণমিতি আর উপপাদ্যে,
অভিমানী মন খোঁজে
নির্জন নিরালা একাকীত্ব
মন আরশিতে খোঁজে
সময়ের ব্যাবধান,
একলা আকাশে চোখ রেখে
দেখে আকাশের তারা খসা
নির্বাক শূন্যতা খুঁজে চলে
জীবন অমৃত কুম্ভ।